মুক্তাগাছায় সাংবাদিক সকাশে ইউএনও , ৯ আগস্ট '২৩ আনুষ্ঠানিক ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ ধাপে জমি ও গৃহ প্রদান ও মুক্তাগাছা উপজেলা কে আনুষ্ঠানিক ভূমিহীনমুক্ত ঘোষণা কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা হজরত আলী অডিটোরিয়ামের নতুন হলরুমে দুপুর ১২টায় অনুষ্ঠেয় প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সাহেব । তিনি বলেন, "মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না" এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'মুজিব জন্মশতবর্ষ' উপলক্ষে ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সাথে মুক্তাগাছা উপজেলায়ও কার্যক্রম গৃহীত হয় । শুরু হয় গৃহনির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ ও উদ্ধার,প্রকৃত উপকারভোগী নির্বাচন,সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহনির্মাণ সম্পন্নকরণ,২ শতাংশ জমি বন্দোবস্ত,কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ আধাপাকা গৃহ হস্তান্তর কার্যক্রম।এছাড়া যেখানে খাস জমি নেই,সেখানে সরকারিভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দান ও সংস্থানের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত ও গৃহনির্মাণ করে দেয়া হয়।লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জানুয়ারি -২০২২ পর্যন্ত মুক্তাগাছা উপজেলায় মোট ২২৭টি পরিবারকে "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করা হয়।তন্মধ্যে ১ম পর্যায়ে ৫০টি এবং ২য় পর্যায়ে ৪৫টি,৩য় পর্যায়ে ১ম স্লটে ৬১টি,২য় স্লটে ৬৩টিসহ মোট ২১৯টি "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়। পরবর্তীতে যথারীতি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে আরও (৮ + ৪১৮) = ৪২৬টি পরিবারকে "ক" শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয় । জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,৪র্থ পর্যায়ের ২য় স্লটে অবশিষ্ট ২৫২টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছিলো । এই ঘরসমূহের নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হয়েছে এবং আগামী ০৯ আগস্ট '২৩ তারিখে সকলের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তা উপকার ভোগীদের নিকট দলিলসহ হস্তান্তর করা হবে। চতুর্থ পর্যায়ের ২৫২ টি ঘর হস্তান্তরের পর মুক্তাগাছা উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না বিধায় মুক্তাগাছা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী ০৯ আগস্ট ২০২৩ তারিখে ২৫২টি 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তর করার মাধ্যমে মুক্তাগাছা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উপজেলা পর্যায়ের উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জেলা প্রশাসক, ময়মনসিংহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাসহ উপকার ভোগীগণ উপস্থিত থাকবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।
রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি), মুক্তাগাছা, ময়মনসিংহ ও একেএম লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা, ময়মনসিংহ এর যৌথ সাক্ষরিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব ছাড়াও প্রশাসনিক ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে মাদক, সরকারের চলমান বিভিন্ন কর্মকান্ড, সামাজিক অসঙ্গতি, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, অবৈধ চাঁদা আদায়, যানজট নিরসনসহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সাহেব।