মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
মুক্তাগাছা পৌরসভার সামনে বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সেখানে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবকরা তাদের আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করে সেখানে অংশ নেন। এ সময় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ঘোষিত ৯দফা দাবী মেনে নেয়ার দাবী জানায় শিক্ষার্থীরা। 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না,' 'আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই,' 'কোটা না মেধা, মেধা মেধা,' 'আসছে ফাল্গুন আমরা হবো দ্বিগুণ,' 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?'সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো বিক্ষোভ সমাবেশ।আন্দোলনকারীরা কোটা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় মহাসড়কেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। বিকাল প্রায় ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলে। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা চলে যায়। যাবার সময় শিক্ষার্থীরা থানার মূল ফটকের সামনে দাঁড়িয়ে কিছু শিক্ষার্থী পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে দেখা যায়। পরে অন্য শিক্ষার্থীরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য মাইকে ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের নিয়ে চলে যান।