মুক্তাগাছায় যৌথ সভা অনুষ্ঠিত,প্রকল্প চলমান রাখার দাবি
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মাহফুজুল আলম মাছুম। শহীদ হয়রত আলী অডিটোরিয়ামে দুপুর ১২:৩০ মিনিটে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ্, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রমূখ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ বলেন, ভূমিহীন ও গৃহহীন প্রকল্প বাস্তবায়ন একটি দুরূহ কাজ। কিন্তু আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ফলে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহফুজুল আলম মাছুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও মানবিক প্রকল্পের অন্যতম সারাদেশের ন্যায় মুক্তাগাছাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এহেন সময় উপযোগী ও মানবিক কাজে আমি নিজেকে জড়িত থাকতে পেরে গর্বিত ও উচ্ছ্বসিত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উক্ত আয়োজনের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার একেএম লুৎফর রহমান সাহেব অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত অর্থনৈতিক স্বাবলম্বিতার স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। উল্লেখ্য যে, চলতি অর্থবছর পর্যন্ত ৪র্থ ধাপে ৪২৬ টি ঘর (জমিসহ) নির্মাণ ও সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।