মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে মহাসড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮২(১) ধারায় ৭ জনকে ২১,০০০/- টাকা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় ১ টি খাদ্যের দোকানকে ৩০০০/- টাকা, প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ২ জনকে ৬০০০/- টাকা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি না নিয়ে গরু জবাই ও মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় ২ জনকে ৬০০০/- টাকা জরিমানা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী জাল বাজেয়াপ্তকরণ ধারা ৩(৪) এবং বিধি ৩(২) এর মাধ্যমে প্রায় ২০০ ফুট অবৈধ জাল জব্দ করে তাৎক্ষণিক পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পাট সম্প্রসারণ কর্মকর্তা।
মুক্তাগাছা থানার পুলিশ সদস্যবৃন্দের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।