মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা , স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক মানবকন্ঠের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী '২৩ পালিত হয় । স্থানীয় পৌর সাধারণ পাঠাগার কাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত আয়োজনে উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সম্মানিত সভাপতি সাইফুজ্জামান দুদু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার সম্মানিত মেয়র মোঃ বিল্লাল হোসেন সরকার । 'ছুঁয়েছি বারো, মনে হয় আরো' এই প্রতিপাদ্য কে ধারণ করে বেলা ১১টায় অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী , মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী , অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ , মপবিস-১ এর এজিএম (সদস্যসেবা) মোঃ রিফাতুল করিম, পৌর কাউন্সিলর (মহিলা) জেসমিন আক্তার প্রমূখ। পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও মানবকন্ঠের সম্মানিত সম্পাদক, নির্বাহী সম্পাদক, মফস্বল সম্পাদক ও কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাইফুজ্জামান দুদু বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ সামাজিক অসঙ্গতি নিরসনে মঞ্চের পিছনে থাকা নির্ভীক ও নিরলস সংবাদ কর্মীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দুর্নীতিমুক্ত অর্থনৈতিক সমাজ বিনির্মানে প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ আমজনতার সক্রিয় ভূমিকা পালনে উদাত্ত আহ্বান জানান। উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সম্মানিত সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের স্থানীয় প্রতিনিধি মনিরুজ্জামান আকাশ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ। এদের মেধাভিত্তিক অক্লান্ত পরিশ্রম ও তথ্যভিত্তিক পেশাদারিত্বে প্রশাসন তথা সরকার পরিচালিত হয়। তিনি বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড লেখনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, পৌর ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সম্মানিত তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাবুল হোসেন বাবলু (দৈনিক দেশ প্রতিদিন), সম্মানিত সদস্য মোঃ মোশাররফ হোসেন (সম্পাদক দৈনিক এটিভি বাংলা), সম্মানিত সদস্য মোঃ সুজন আহমেদ (দৈনিক নাগরিক ভাবনা), সম্মানিত সদস্য মোঃ রাশিদুল হাসান জিহাদ (সহঃ বার্তা সম্পাদক-আমার সংবাদ প্রতিদিন)সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্য, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।