বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: গত ২৮ শে আগস্ট মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম উপজেলার সকল সরকারী অফিস এবং উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সাথে কথা বলে। তিনি প্রত্যেকটা অফিস প্রতিনিধির থেকে তাদের কাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতা জানতে চান।
এবং তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে পুলিশকে নির্দেশনা দেন- মুক্তাগাছায় যেনো কোন অরাজক পরিস্থিতি না ঘটে সেসব দিকে তিক্ষ্ণ দৃষ্টি রাখতে। এবং বাল্য বিবাহ রোধ ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার নিদর্শনা দেন।
এবং গ্রাম পুলিশদের প্রত্যেক সপ্তাহে হাজিরা ও কোথাও কোনো অপরাধ বা ঘটনা ঘটলে সবার প্রথম যেনো ইউএনও কে অবহিত করার নির্দেশ প্রদান করেন এবং গ্রাম পুলিশের আটকে থাকা ৮ মাসের সম্মানী শীঘ্রই প্রদান করার প্রতিশ্রুতি দেন। এবং তিনি জানান গ্রাম পুলিশ এর সম্মানী এখন থেকে মাসের টা মাসে প্রদান করা হবে।পরবর্তীতে তিনি মুক্তাগাছায় বিদ্যমান এনজিও প্রতিনিধি দের সাথে কথা বলেন।
তিনি এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্য বাল্যবিবাহ বন্ধের জন্য তৎপর থাকতে অনুরোধ করেন।
তিনি উপজেলায় কোনো নিবন্ধনহীন এনজিও থাকলে তাদের তথ্য জানাতে বলেন। তিনি বলেন অনেক নিবন্ধনহীন ছোটো ছোটো এনজিও গড়ে উঠে পরে সাধারণ জনগনের টাকা নিয়ে পালিয়ে যায় এসব ঘটনা যেনো না ঘটে তাই এধরণের এনজিও প্রতিষ্ঠান এর তথ্য তাকে অবহিত করলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।