মোঃরাশিদুল হাসান জিহাদ:
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা, উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালিত হয়। শিশু কিশোর পাঠচক্র (গসমেগ ইউনিট), যুগান্তর স্বজন সমাবেশ, মু্ক্তাগাছা উপজেলা শাখা ও উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় দিনব্যাপী কার্যসূচি ছিলো জাতীয় পতাকা উত্তোলন, শপথ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন (গসমেগ প্রাঙ্গন), বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে কুইজ ও রচনা প্রতিযোগিতা, সনদ ও পুরষ্কার বিতরণী (মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয়) ঐতিহাসিক ২৬ মার্চ এর উপর গুরুত্বারোপ ও বীর সেনানীদের রুহের মাগফেরাতে বিশেষ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কোমলমতি শিক্ষার্থী,শিক্ষক ছাড়াও রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, স্বজন সুহৃদ,গসমেগ ও ইউপিসিএম এর কর্মকর্তা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উলামা-মাশায়েখ,বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইউপিসিএম এর সম্মানিত সাঃ সঃ মনিরুজ্জামান আকাশ এর সঞ্চালনায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ইউপিসিএম, স্বজন সমাবেশ ও গসমেগ এর সম্মানিত সভাপতি মোঃ সাইফুজ্জামান। প্রতিযোগিতা শেষে সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও ইউপিসিএম কেবিনেট সদস্যবৃন্দ শিশু-কিশোরদের সৃজনশীল মেধা বিকাশে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ, এদের পারিবারিক,সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতকরণ, অহেতুক ও অনাকাঙ্ক্ষিত স্থানে সময়ক্ষেপণ নিরোধে সমন্বিত উদ্যোগ, নেশা,বাল্যবিবাহ রোধ ও ঝরে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমূখী করণ শীর্ষক ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে একমত পোষণ করেন।