মোঃ রাশিদুল হাসান জিহাদঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা হলরুমে দিনের শুরুতে নবাগত জেলা প্রশাসক, ময়মনসিংহ এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ইউআরসি'র ইন্সট্রাক্টর এ কে এম মহিউদ্দীন সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। মতবিনিময় সভায় প্রসাশনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় রাজনৈতিক মামলা প্রত্যাহার, চাঁদা বাজির তালিকা প্রণয়ন, সুদ-ঘুষ-দুর্নীতি আধিপত্য বিস্তারসহ মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। শিল্প-সাহিত্য-সংস্কৃতির চারণভূমি কৃষি নির্ভর মুক্তাগাছার নদী-নালা, খাল-বিল পুনরুদ্ধার ও সংস্কারে বক্তারা জোর দাবি জানান। বিশিষ্ট সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সাবেক সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু কাশিমপুর বীজ উৎপাদন খামারের ক্রমবর্ধমান দুর্নীতি বনজ সম্পদ আত্মসাৎ, ওয়াকওয়ে ও বনায়নের মাধ্যমে জীব বৈচিত্রের অভয়ারণ্য ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ঐতিহাসিক আয়মন পুনরুদ্ধার সময়ের দাবি বলে মন্তব্য করেন। তিনি বলেন, ঐতিহাসিক নিদর্শনের লীলাভূমি মুক্তাগাছা জমিদার বাড়িসহ সাব রেজিস্ট্রার ভবন সংস্কারে দলিল দস্তাবেজ রক্ষা ও সংরক্ষণ অবিলম্বে করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মুফিদুল আলম স্থানীয উপজেলা প্রশাসনসহ আয়োজনে অংশগ্রহণকারী সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্ভাবনাময় মুক্তগাছার সার্বিক উন্নয়নে ময়মনসিংহ জেলা প্রশাসন সদা তৎপর। তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে দুষারোপ নয়, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। প্রশাসন আপনাদের সার্বিক উন্নয়নে পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মুক্তাগাছার সার্বিক উন্নয়ন ও অসংগতি নিরসনে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এজন্য আপনাদের সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করছি।