মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ উচ্ছ্বাস -আনন্দ- আবেগের মধ্য দিয়ে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যাচ ২০০১ এর প্রাক্তন ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও সদ্য অবসর প্রাপ্ত স্কুল শিক্ষিকা শামসুননাহার শিরিন ও গীতা রায়কে সংবর্ধনা প্রদান করে। প্রাক্তন ছাত্র শহিদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমোহনী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা মাহমুদা। অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত বর্ণাঢ্য আয়োজন ব্যাচ পরিচিতি, অতিথি বরণ, উপহার প্রদান, স্মৃতি চারণ ও স্ব-রচিত কবিতা পাঠ, অতিথি ও সভাপতির সমাপনী বক্তব্য ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রায় শতবছরের প্রাচীনতম ঐতিহাসিক বিদ্যাপীঠ ত্রিমোহনী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০১ সালের ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রথমবারের মতো এহেন ব্যতিক্রমী, মানবিক, সময়োপযোগী, সৃষ্টিশীল আয়োজন শুধু অনুসরণ ও প্রেরণার উৎসই নয়, শ্রদ্ধা- ভালোবাসা, পারস্পরিক মেলবন্ধন, সামাজিক অবক্ষয় ও অসংগতি নিরসনসহ দেশ তথা মানুষের জন্য ভালো কিছু করার শিক্ষা দেয়।