মোঃ রাশিদুল হাসান জিহাদঃ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে 'স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ' এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন মুক্তাগাছা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। অনুষ্ঠানের পূর্বে একটি বর্ণাট্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১টায় স্থানীয় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায় কার্যালয় এর ফ্যাসিলিটেটর মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, ওয়ার্ল্ড ভিশন এর স্থানীয় এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোলেন্ড গমেজ প্রমূখ।
সিঃ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নায়েব আলী খাঁন তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে হাত ধোয়ার পদ্ধতির উপর গুরুত্ব আরপ করে শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ পারিবারিক ও সামাজিক আন্দোলনের গুরুত্বে উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার, নিয়মানুবর্তিতা ও কায়িক পরিশ্রমের কারণে বৈশিখ কোভিড-১৯ এ আমাদের শতকরা মৃত্যুর হার নাগালের মধ্যে ছিলো।
সভাপতির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মীয় অনুশাসনের তথা সুস্বাস্থ্যের অপরিহার্য অংশ। তিনি অপরিষ্কার হাতে শরীরের স্পর্শকাতর অংশে হস্ত সংযোগ না করাই ভালো যাতে সংক্রামক ও ছোঁয়াচে ব্যাধী থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক দূর্যোগ ব্যাবস্থাপনা প্রশমনে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেন।