বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মুক্তাগাছা এর যৌথ আয়োজনে শহীদ হজরত আলী অডিটোরিয়মের নতুন হল রুমে সকাল ১০ টায় অনুষ্ঠেয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), মোঃ নায়েব আলী খান, ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি, নম্রতা হাউই প্রমূখ। পরিষ্কার পরিচ্ছন্নতা তথা সঠিক ভাবে হাত ধোয়া সুস্বাস্থ্যের পূর্বশর্ত বলে মন্তব্য করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও পারিবারিক পর্যায়ে হাত ধোয়া নিশ্চিত করলে জানা- অজানা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব বলে বক্তারা একমত পোষণ করেন। উক্ত আয়োজনে জনপ্রতিনিধি, সমাজিক সংগঠন, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এর আগে সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর স্বাগত বক্তব্য, হাত ধোয়া প্রদর্শনসহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।