মোঃ রাশিদুল হাসান জিহাদঃ বুধবার সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদের চত্বরে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন এর সভাপতিত্বে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে খরিপ-২ (২০২৪-২৫) মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই এবং গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে মাশকালাই ও গ্রীষ্মকালীন মৌসুমের বিভিন্ন জাতের ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ও পেয়াজ এর আমাদানি কমিয়ে নিজেদের স্বনির্ভরতা বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ এবং সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার পৃতিশ চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন নাহার মিতুসহ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ ৫ কেজি,১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে পেয়াজ বীজ ১ কেজি,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।