মুক্তাগাছায় পুলিশের অভিযান মদ ও গাঁজা সহ গ্রেফতার ৫
সাদেকুল ইসলাম।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া এলাকা হতে শ্রী বাচ্চু রবিদাস(৪০), পিতামৃত-মেঘুয়া ওরফে মেঘু রবিদাস, ৪০ লিটার চোলাই মদ সহ পিতা-মৃত আশরাফ আলীর ছেলে রিপন মিয়া (৩৫) এর কাছ থেকে উপজেলার ধীতুয়া, গ্রামে ৩০০ গ্রাম গাঁজা ও ০৬ গ্রাম হেরোইন এবং আরিফ হাসান(৩০), পিতা-বাবুল আলম, সাং- রঘুনাথপুর, এর নিকট হইতে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
এবং অপর অভিযানে বন্দগোয়ালিয়া সাকিন হইতে মোঃ দুলাল মিয়া(৬০), পিতা-মৃত আঃ রহিমের নিকট হইতে ৫০০ গ্রাম গাঁজা ও ০২ গ্রাম হেরোইন উদ্ধার সহ ওয়ারেন্টভুক্ত অপর একজন আসামি
গ্রেফতার করে স্থানীয় পুলিশ টিম ।
পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় পৃথক পৃথক ০৩টি নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মাদক, চুরি,ছিনতাই,ইভটিজিং কৃত আসামি গ্রেফতারসহ আইনশৃঙ্খলা রক্ষায় মুক্তাগাছা থানা পুলিশ রাতদিন কাজ করে যাচ্ছে ।
জনগণের সেবায় নিরন্তর কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ।