মুক্তাগাছায় পদুরবাড়ি বাজারে ব্যাংক এশিয়া কতৃক আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি
আজ মুক্তাগাছায় পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ”ব্যাংক এশিয়া” কতৃক আয়োজিত “ ব্যাংকিং বিষয়ক আর্থিক স্বাক্ষরতা ক্যাম্পেইন “ অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শ্রেণী-পেশার মানুষ যাতে ব্যাংকিং সেবার আওতায় আসতে পারে এবং নিরাপদ ও সুরক্ষিত উপায়ে ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেই লক্ষেই –
”ব্যাংক এশিয়ায় ব্যাংকিং, বিশ্বস্ততা সীমাহীন”
শ্লোগান নিয়ে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুর রহমান জুটন ডিসট্রিক ম্যানেজার চ্যানেল ব্যাংকিং ব্যাংক এশিয়া লিমিটেড ,ময়মনসিংহ। আরো উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সাকিব শাহিন আলম সহ ব্যাংক এশিয়ার অন্যান্য অফিসারগণ। উক্ত ক্যাম্পেইন কে সাফল্যমন্ডিত করছেন ব্যাংক এশিয়ার গ্রাহক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি। আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা নিয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পদুরবাড়ী ডিপিও ২০২০ সাল থেকে বিশ্বস্থতার সাথে কাজ করে যাচ্ছে। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পদুরবাড়ী ডিপিও প্রতিবারের মতো এবারো ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে পদুর বাড়ি পয়েন্টে। পদুর বাড়ি পয়েন্টের এজেন্ট প্রিতম দে বলেন সকল সুবিধা পাবেন ফ্রি সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, যে কোন পরিমাণ অর্থ নগদ জমা ও উত্তোলন, ১০০ টাকা থেকে শুরু করে যে কোন পরিমাণ অর্থ মাসিক ডিপিএস,স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাংকিং একাউন্ট,বিদেশ থেকে একাউন্ট ও গোপন পিনের মাধ্যমে টাকা অতিদ্রুত প্রদান করা হয়, ডেবিট কার্ড প্রসেসিং, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, গ্রামীণ কৃষকদের জন্য রয়েছে সল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা। বিমা প্রিমিয়াম প্রদান, ফান্ড ট্রান্সফার, আরটিজিএস, বিদুৎ বিল গ্রহন, শরীয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং, ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপসের মাধ্যে এনপিএসবি সুবিধাসহ সকল ধরণের সুবিধা আমরা এখান থেকে দিয়ে থাকি।
পদুর বাড়ি এজেন্টের পরিচালক নাহিদ বুলবুল বলেন আধুনিক অর্থনীতির দৌড়ে পিছিয়ে পড়া গ্রামীন জনগোষ্ঠীকে ব্যাংকমুখী করার লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং সাধারণ জনগণও তাদের ডাকে সাড়া দিয়ে লেনদেন করছেন। গ্রামীন অর্থনীতকে সমৃদ্ধ করার মাধ্যমে উন্নত দেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখতে পারব বলে আমরা আশাবাদী সব শেষে কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলা-দোলা পুতিপাঠ পুতুল নাচ ভিডিও প্রদর্ষন ও পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।