মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তারাটি ইউনিয়নের বিভিন্ন ইট ভাটা পরিদর্শন করে তিনটি ইট ভাটাকে জরিমানা করা হয়। ঢাকা ব্রিকস, আরপিএম এবং সারিকা ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাক্রমে ২ লক্ষ, ৩ লক্ষ ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক এর নির্দেশনা এবং এপিবিএন পুলিশ সদস্যবৃন্দের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়াও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।