মুক্তাগাছায় ‘ট্যাপেনটাডোল’ সহ ০১ জন গ্রেফতার !
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা থানার পৌর এলাকা পাড়াটঙ্গী থেকে ৭৫ (পচাত্তর) পিস্ নিষিদ্ধ ট্যাপেনটাডোল (Tapentadol) সহ আসামি শাকিল (২৬), পিতা: জাবেদ, গ্রাম: পাড়াটঙ্গী, থানা: মুক্তাগাছাকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। উল্লেখ্য যে, শাকিল একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ট্যাপেনটাডোল ব্যাথানাশক ঔষধ হলেও দীর্ঘদিন ব্যবহারে মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি হয় বিধায় স্থানীয়ভাবে এটির উৎপাদন নিষিদ্ধ করা হলেও দেশের সীমান্তবর্তী অঞ্চল বা দেশ থেকে অবৈধ পথে পাচার হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মরণ নেশা ইয়াবার বদলে এটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছে মাদকসেবীরা,যা চেতনা নাশক হিসেবে খুবই কার্যকরী। অনেকটা লালবর্ণের ট্যাপেনটাডোলসহ আসামি গ্রেফতার মুক্তাগাছা থানার জন্য এই প্রথম বলে জানিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা অনুযায়ী মুক্তাগাছা থানা এলাকাধীন বিভিন্ন ধরণের মাদকসহ চোরাকারবারি, ডলার প্রতারক চক্র, ছিনতাইকারী, বাল্যবিবাহ নিরসন ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে মুক্তাগাছা থানা পুলিশ অহর্নিশি কাজ করে যাচ্ছে।
এদিকে গতকাল মুক্তাগাছা থানা এলাকায় রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামাল হোসেন, এএসআই মোঃ বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্স এর সমন্বিত অভিযান চলাকালে আরো ০৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো ১/মোঃ হিরন মিয়া(২৫), পিতা: জয়নাল মিয়া, ২/ মোঃ রাকিব মিয়া (২৫), পিতা: মোঃ মজিবুর রহমান, ৩/মোঃ মনির হোসেন (২৫), পিতা: নুরু ইসলাম, ৪/ মোঃ সাইদুল ইসলাম (২৫), পিতা: মোঃ মোতলেব হোসেন, সর্বগ্রাম: ঈশ্বরগ্রাম, ৭নং ওয়ার্ড,মুক্তাগাছা পৌরসভা,থানা- মুক্তাগাছা, জেলা: ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামিদের মাদক আইনসহ হত্যার উদ্দেশ্যে মারপিট, সাধারণ ও গুরুতর হাড়ভাঙা জখমসহ চুরি, ক্ষতিসাধন, হুকুম ও হুমকি প্রদান অপরাধে বাংলাদেশ প্যানাল কোড ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১৪৪/৫০৬ ধারামতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।