মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত হয় । উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গৌর চন্দ্র সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ চাঁদ মিয়া। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। মানব দেহের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি মেধা বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতায়নে নিরাপদ ও আদর্শ খাবার হিসাবে মাছের বিকল্প নেই উল্লেখ করে ব্যক্তি, পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগে মৎস্য চাষ ও প্রাকৃতিক উপায়ে নদী-নালা, খাল-বিল, জলাশয়ে মৎস্য প্রজনন ও সংরক্ষণে আধুনিক বিজ্ঞান সম্মত প্রক্রিয়া, পানির গতি প্রবাহ চলমান তথা জলাবদ্ধতা নিরসনে আইনি প্রক্রিয়া বাস্তবায়ন, মৎস্য চাষ ও বিপনণে খামারীদের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তারা একমত পোষণ করেন। সভাপতির বক্তব্যে একেএম লুৎফর রহমান বলেন, ‘৭০ দশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিক সাবলম্বী হিসাবে গড়ে তুলতে মৎস্য চাষকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। উক্ত আয়োজনে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।