মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা,ময়মনসিংহ প্রতিনিধিঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকার কাঁঠালিয়া গ্রাম হতে চোর সহ গরু উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ । সুত্র জানায়, অত্র গ্রামের মোঃ রাজু মিয়া (২১) তার লালচে রঙের একটি ষাঁড় গরু দুপুর আনুমানিক ১২টার দিকে কাঁঠালিয়া সাকিনস্থ জোলাই ব্রিজ পশ্চিম পাশে আকাশী গাছের বাগানে ঘাস খাওয়ার জন্য গাছের সাথে বেঁধে রেখে আসার পর বেলা ১.৩০ মিনিটের দিকে গরুটি যথাস্থানে না পেয়ে আশেপাশে খোজাখুঁজির পর বিকাল ৫.২৫ মিনিটের দিকে মুক্তাগাছা থানায় এসে মামলা রুজু করে । অতঃপর বৈরি আবহাওয়া উপেক্ষা করে ওসি মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে এসআই আল আমিন আরিফ, এসআই আঃ বারেকসহ সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে সন্ধ্যা ৭.২৫ মিনিটের স্বল্পতম সময়ের মধ্যে চোর সহ গরুটি উদ্ধারে সক্ষম হন । ফৌজদারি কার্যবিধির ৩৭৯ ধারামতে মুক্তাগাছা থানায় মামলা নং-২৮, বাদীঃ মোঃ রাজু মিয়া , পিতাঃ মোঃ মফিজ উদ্দিন , গ্রামঃ কাঁঠালিয়া , ইউপি-দাওগাঁও , থানা-মুক্তাগাছা , জেলা-ময়মনসিংহ । আসামী- মোঃ মিন্টু মিয়া (২৫) , পিতা-আঃ মুন্নাফ , গ্রাম-পোড়াবাড়ী বটতলা , ইউপি-দাওগাঁও , থানা-মুক্তাগাছা , জেলা- ময়মনসিংহ । এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন , মামলা রুজুর পর আমার নেতৃত্বে সঙ্গীয় অফিসারস ও ফোর্সের যৌথ অভিযানে দ্রুততম সময়ে চোর সহ গরুটি উদ্ধারে সক্ষম হই । তিনি আরো বলেন , ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক অত্র থানা এলাকার চুরি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ, জঙ্গী তৎপরতা , সন্ত্রাসী কর্মকাণ্ড , চাঁদাবাজি, জুয়াসহ সামাজিক অসঙ্গতি নিরসনে পূর্ব ঘোষিত জিরো টলারেন্স বাস্তবতায়নে আমি সহ মুক্তাগাছা পুলিশ প্রশাসন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ।