মোঃ রাশিদুল হাসান জিহাদঃ প্রবাদে আছে 'চোরে না শুনে ধর্মের কাহিনি', তার উপর খালি বাড়ি পেয়ে সাত সাতটি তালা ভেঙে ভিতরে ঢুকে পুরো বাড়ি তছনছ করে সঙ্ঘবদ্ধ চোর চক্র! সরেজমিন তদন্ত, বাদীর দায়েরকৃত অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, গত ১২ই অক্টোবর'২৪ হতে ১৪ই অক্টোবর'২৪ যেকোনো সময় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০নং খেরুয়াজানি ইউপি'র সাবেক চেয়ারম্যান মরহুম মোমতাজ আলীর সৈয়দগ্রাম এর বাড়িতে ৭টি তালা ভেঙে বিছানার নিচে থাকা দলিল দস্তাবেজ ও অপর রুমে আলমারির ড্রয়ারে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ আড়াই ভরি স্বর্ণালঙ্কার (যায় আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা) চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোর চক্র। পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ সন্তানের জনক মরহুম মোমতাজ আলীর তিন ছেলে ও এক মেয়ে পেশাগত ও বৈবাহিক সূত্রে ঢাকা, ময়মনসিংহ, মুক্তাগাছা থানা শহরে অবস্থান করলেও একমাত্র বিধবা মেয়ে মোছাঃ শাহনাজ সুলতানা রিনা (৫০) গত ১২ই অক্টোবর'২৪ বিকেল বেলায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ময়মনসিংহে চলে যায় এবং অধিক রাত হয়ে যাওয়ার কারণে ময়মনসিংহ শহরস্থ মোছাঃ রোকসানা ইয়াসমিন শিল্পী'র বাসায় রাত্রি যাপন করেন। ক্রমবর্ধমান শারীরিক অবস্থার অবনতি ও আবহাওয়া জনিত কারণে শাহনাজ সুলতানা রিনা পরের দিনও ছোট বোনের বাসায় রাত্রি যাপন করেন। পরদিন ১৪ই অক্টোবর সকালে স্থানীয় প্রতিবেশী জনৈক মোঃ নজরুল ইসলাম শাহনাজ সুলতানা রিনাকে মুঠোফোনের মাধ্যমে তাদের বসত ঘরের দরজার তালা ভাঙ্গার খবর জানাইলে উক্ত শাহনাজ সুলতানা রিনা তরিঘড়ি সৈয়দগ্রামস্থ বসত ভিটায় এসে বাদী কর্তৃক দায়েরকৃত ঘটনার সত্যতা পান। এ ব্যাপারে মরহুম মোমতাজ আলীর তৃতীয় ছেলে মোঃ রায়হানুল কবির মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাশ্বত দত্ত চৌধুরী জানান দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সত্যতার প্রমাণ পাই। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করেন। জমি সংক্রান্ত বিষয়সহ আধিপত্য বিস্তার ও ভবিষ্যৎ সামাজিক ও পারিবারিক ক্ষতি সাধনের নিমিত্তেই এহেন ঘটনা ঘটাতে পারে বলে ভিকটিম পরিবারের সদস্যদের ধারণা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা তদন্তাধীন রয়েছে।