বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি
আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুক্তাগাছার ঘাটুরীতে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান নিজের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করে জানান- ‘বিদ্যালয়ের যেকোনো বিষয়ে যদি আপনাদের অভিযোগ থাকে অথবা ত্রুটি ধরা পড়ে কিংবা শিক্ষার মান নিয়ে অসন্তুষ্ট হন তাহলে সরাসরি আমাকে ফোন করুন- সমাধানের দায়িত্ব আমার।’ ঘাটুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস ও সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছা এর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২ টায় গণশুনানিতে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানাবিধ ঘাটতি এবং অস্বচ্ছতা তুলে ধরেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকা, যথা সময়ে ক্লাস শুরু না হওয়া, শিক্ষক কর্তৃক যথাযথভাবে পাঠদান ও রুটিন অনুযায়ী ক্লাস নেওয়ার ক্ষেত্রে অবহেলা, শিডিউল অনুযায়ী ক্লাসের সময় শেষ হওয়ার পূর্বেই ছুটি ঘোষণা করা, মা সমাবেশ/ অভিভাবক সমাবেশ না করা, অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ বা হোম ভিজিট না করা করা, দুর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যত্নশীল না হওয়া ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীগণ মতামত তুলে ধরেন। মোশারফ নামের একজন অংশগ্রহণকারী জানান- ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার সন্তানকে ভর্তি করলেই নিজের নাম লেখাও ভুলে যায়, অন্যদিকে ব্র্যাক স্কুলে পাঠালেই তার লেখাপড়ার যথেষ্ট উন্নতি দেখা যায়। আর্থিক অস্বচ্ছলতার কারণে পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলে আবারও সে তার নাম লেখাও ভুলে যায়। এর কারণ কি? এটি খুঁজে বের করে সমাধান করতে হবে। কথাটি শুধু আমার কথা নয়, সকল অভিভাবকেরই একই অভিমত।’ এছাড়া অংশগ্রহণকারীগণ বিদ্যালয়ের খেলার মাঠ ভরাট, খেলাধুলার সরঞ্জামাদি, বাউন্ডারি দেয়াল, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উপজেলা শিক্ষা অফিস থেকে নিয়মিত মনিটরিং বৃদ্ধির বিষয়ে জোড় দাবি তুলে ধরেন। অন্যদিকে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি ও উপবৃত্তি প্রাপ্তির শর্তগুলোও তারা জানার জন্য প্রশ্ন উত্থাপন করেন। শুনানিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার জানান- উত্থাপিত সবগুলো বিষয়ের সমাধানে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। তিনি বলেন, ৩১ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হবে। আগামী ১ মাসের মধ্যে শিক্ষার্থীদের খেলাধূলার সরঞ্জামাদি প্রেরণ করা হবে। মাঠ ভরাট ও বাউন্ডারি ওয়াল তৈরীতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। নিয়মিত ক্লাস পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ আজ থেকেই বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, ঘাটুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে আমরা একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতি প্রদান করছি। গণশুনানিতে, অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবকসহ শুভানুধ্যায়ী ও বিভিন্ন স্তরের নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।