মুক্তাগাছায় গাঁজা গাছ ও হেরোইন সহ ৪ জন গ্রেফতার।
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি-মোঃ রাশিদুল হাসান জিহাদ:
আজ ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (এলচারপাড়) এলাকা থেকে মোঃ নাঈম ইসলাম (২১) পিতা-মোঃ হাসমত আলী, সাং- চন্ডিমন্ডপ (এলচারপাড়) কে গাঁজা গাছসহ, ২ জন মাদক (হেরোইন) ও একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে এসআই মোঃ শাহিন মিয়া, এসআই শামছুজ্জামান, এএসআই জিয়াউর রহমান, এএসআই ইকরাম হোসেন ও সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গতকাল রাত ১০:৩০ মিনিটের দিকে মানকোন মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ নাঈম ইসলামকে তার বসতবাড়ি সংলগ্ন ফাঁকা ভিটায় ০৭ ফুট দৈর্ঘ্যের ০১(এক) টি কাঁচা গাঁজা গাছ, যার ওজন ১০(দশ) কেজি, মূল্য আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উদ্ধার করে। এর আগে সন্ধ্যা ০৬:০৫ মিনিটের দিকে মাদক (হেরোইন) সহ মোঃ স্বাধীন মিয়া (৪৩), পিতা- মোঃ মকবুল হোসেন, মোঃ গাজী মিয়া (৩৮), পিতা- মৃত হেলাল উদ্দিন, উভয় সাং- বাদে কলমোহনাসহ ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সুজাত, পিতা- আবুল কাশেম (কাসু), সাং খাজুলিয়া, থানা মুক্তাগাছাকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানাধীন বিভিন্ন এলাকার মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, ছিনতাইসহ সামাজিক অসঙ্গতি নিরসন সহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জান-মালের নিরাপত্তায় মুক্তাগাছা থানা পুলিশ প্রশাসন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৮ (ক) ও ৮(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।