স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের মুক্তাগাছায় খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে গত বুধবার থেকে। তারই ধারাবাহিকতায় আজ সকালে ৬নং মানকোন ইউনিয়নের আব্দুল হান্নান সরকার ডিলারের ঘর থেকে এই চাল বিক্রি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ৬নং এর যুবদলের সদস্য রুহুল আমীন, ছাইফুল ইসলাম সাবেক থানা যুবদলের সদস্য, মানিক মিয়া প্রমুখ।
জানা যায়, মুক্তাগাছা খাদ্য গুদাম থেকে প্রতিটি কার্ডধারীর জন্য ৩০ কেজি চালের বস্তা দেওয়া হয়। বুধবার চাল বিক্রির উদ্ভোধন করে সপ্তাহে ৩ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। ৫৩৬ জন উপকারভোগী ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।