মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন স্থানীয় আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে ক্রিকেট টুর্নামেন্ট ‘২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা ক্রীড়া ফেডারেশন আয়োজিত উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। আয়োজনের সভাপতি ও উক্ত ফেডারেশনের সভাপতি মোর্শেদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, মুক্তাগাছা থানা, মাহফুজুর রহমান বাবুল, পরিচালক, আল-খিদমাহ প্রাইভেট হাসপাতাল, বিশিষ্ট সাংবাদিক ও আবাহনী ক্রীড়া চক্রের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আসাদ মানিক। বিশিষ্ট ক্রীড়াবিদ নিরঞ্জন ভৌমিক (টুগলু দা) এর ধারাভাষ্যে উদ্বোধনী ম্যাচে ১ম রাউন্ডে অংশগ্রহণ করে আবাহনী ক্রীড়াচক্র বনাম মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব। বেলা ২:৩০ মিনিটে বেলুন উড়িয়ে ও ব্যাটিং এর মাধ্যমে আয়োজনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান। এসময় তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ। উদ্বোধনী বক্তব্যে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, সুস্থ ধারার বিনোদন শরীর গঠন, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন ও মাদকসহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকার পূর্বশর্ত। তিনি শুধু শহর কেন্দ্রিক নয়,প্রত্যন্ত অঞ্চলে এই সুস্থ ধারার বিনোদন খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য ক্রীড়াপ্রেমী সংগঠন ছাড়াও সংবাদকর্মীদের কার্যকরী ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। প্রথম পর্বে আবাহনী ক্রীড়া চক্র জয় লাভ করে।