মোঃ রাশিদুল হাসান জিহাদঃ ঘড়ির কাঁটায় বেলা ২.০০ মিনিট, স্থান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাম কিশোর সরকরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে শরিক হওয়ার জন্য স্থানীয় স্কুল-কলেজ-মাদ্রাসার কোমলপ্রাণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলো । 'আবু সাঈদ মরলো কেন, কোটা না মেধা, '১৮-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,' ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই' বিভিন্ন শ্লোগানে মুখরিত আন্দোলনকারী শিক্ষার্থী একপর্যায়ে রাস্তায় অবস্থান করতে থাকলো । এ সময় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় । এ সময় সার্বিক আইনশৃঙ্খলা বজায় ও কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্কাবস্থায় অবস্থান করতে দেখা যায় । আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়,সারাদেশের সাথে কোটা সংস্কারের মত একটি যৌক্তিক দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি । যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানবিক ও যৌক্তিক দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না,পাশাপাশি যাদের হাতে আমার ভাই শহীদ হলেন,তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি । তারা বলে,মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছে,তারা স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আসছেন,কিন্তু বংশ পরম্পরায় এটি অব্যাহত থাকলে আমাদের অবস্থান কোথায় ? আন্দোলন চলাকালীন দোকান-পাট,বাসাবাড়ি,অপেক্ষমান গাড়ির চালক,যাত্রীদের ছবি উঠাতে দেখা যায় । প্রধান সমন্বয়কারী ফারজাদ জাইফ এছাড়াও শুভম আগরওয়ালা, নাহিদুল হক, তানভীর রহমান, আল মাহফুজ শান্ত, ইয়ামিন, সামি, রায়হান, সিমন, মুক্তা, খাইরুল আন্দোলনে প্রতিনিধিত্ব করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ।