মুক্তাগাছায় ওয়ার্ড মেম্বার সহ ৭ জুয়ারী গ্রেফতার ও আদালতে সোপর্দ
সাদেকুল ইসলাম,
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন বাঁশাটি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কামরুল হোসেন সহ ৭ জন জুয়ারীকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
এবং ্যরাব ১৪ ময়মনসিংহ ভিন্ন অভিযানে মাদক কারবারি গ্রেফতার হয়েছে ১৩ জন। এছাড়াও অদ্য অভিযান পরিচালনায়
মুক্তাগাছা থানার গ্রেফতারকৃত আসামির সংখ্যা মোট ২৪ জন।
মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান,
জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়ার নির্দেশনায় মুক্তাগাছা মধুপুর বনের সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ সুমনের নেতৃত্বে জুয়া খেলাটি চলছিলো ।ইতিপূর্বে কয়েকবার জুয়ারি গ্রেফতার করে চালান দেওয়া হয়েছে। কিন্তু বনের ভিতরে গোপনে গোপনে খেলা চালিয়ে যাচ্ছিলো ।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এস আই শাশ্বত, শামসুজ্জামান,আল আমিন আরিফ, কামাল হোসেন, আতিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লেবু বাগান ও কলাবাগানের ভিতর দিয়ে ডুকে কাদা মাটির ১০ কিলোমিটার পথ অতিক্রম করে ৭ জন জোয়ারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশি টিম ফোর্স । কয়েকজন জুয়ারি দৌড়ে পালিয়ে গেলেও সকলের বিরুদ্ধে জোয়া আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি আরো জানান গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সুমন সহ পলাতকদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।