মুক্তাগাছায় উদীয়মান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।।
ময়মনসিংহ থেকে আঃ রশিদ মেম্বার।।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন চেচুয়া উচ্চ বিদ্যালয় মাঠে, চেচুয়া উদীয়মান সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা, আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করেছেন, কটার বাড়ি যুব স্পোটিং ক্লাব=০ বনাম চেচুয়া শতাব্দী স্পোটিং ক্লাব=৩
আজকের খেলায় ম্যান অফ দা ম্যাচ চেচুয়া শতাব্দি স্পোটিং ক্লাব গোলকিপার শাজাহান আলী, পুরস্কার তুলে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়িক মোঃ মোকসেদুল আলম, তার সাথে রয়েছে ১নং দুল্লা ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম।