মোঃ রাশিদুল হাসান জিহাদঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা শাখার সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
“রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” , “কর্তৃপক্ষের সকল দ্বার,খুলে দেবে তথ্য অধিকার” শ্লোগান কে ধারণ করে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয় । টিআইবি মুক্তাগাছা শাখার এরিয়া কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সার্বিক সঞ্চালনায় উক্ত আয়োজনে সনাক সভাপতি,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা,সনাক সদস্য শামসুন্নাহার রীনা,দেলোয়ারা আক্তার লাবলী সহ শিক্ষক,সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত উৎসবমুখর আয়োজনে প্রধান অতিথি ও আয়োজনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তথ্যই সকল উন্নয়ন ও দুর্নীতি রোধের অন্যতম পূর্বশর্ত আখ্যায়িত করে তথ্য প্রাপ্তি ও প্রদানে গুরুত্বারোপ করে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদনের পরামর্শ প্রদান করেন । স্বচ্ছতা,জবাবদিহিতা,সামাজিক অবক্ষয়,আর্থ সামাজিক উন্নয়ন ও যোগাযোগ,রাষ্ট্র তথা প্রশাসন কে তথ্যভিত্তিক সহযোগিতায় প্রতিটি নাগরিককে তথ্য অধিকার আইনের উপর অধ্যবসায়ের জোর তাগিদ দেন।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় দিনব্যাপী উক্ত আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।