বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: আজ মুক্তাগাছায় দুর্নীতির মূলোৎপাটনে নাগরিকদের দেশেপ্রেমিক হিসেবে গড়ে উঠার প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম লুৎফর রহমান। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানের মানববন্ধন শেষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এছাড়া নীতিবান মানুষ হওয়ার জন্য মিথ্যা পরিহারের বিষয়ে জোর প্রদান করেন। কেননা মিথ্যা মানুষকে দুর্নীতিবাজ হিসেবে তৈরী করে। একইসাথে সৎ হিসেবে গড়ে উঠার জন্য কমিটমেন্ট বা প্রতিজ্ঞা করার প্রতি গুরুত্বারোপ করেন।
দিবসটি উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মুক্তাগাছা’র যৌথ উদ্যোগে পালিত হয়। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার/ ফেস্টুন স্থাপন করা হয়। সকাল ১০:৩০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আ.ন.ম শাহনূর মামুন, সনাক সদস্য। উপজেলা নির্বাহী অফিসার জনাব, এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মো: আরব আলী ও বিশেষ অতিথি জনাব রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি), মুক্তাগাছা। ধারণাপত্র উপস্থাপন করেন আবু নাইম, ইয়েস সদস্য, সনাক মুক্তাগাছা। এ সময় তিনি দিবসটির ইতিহাস, প্রেক্ষাপট, সুপারিশসমূহ তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: আইয়ুব খান, সাধারণ সম্পাদক, দুপ্রক ও মো: আখতারুজ্জামান, সভাপতি, দুপ্রক, মুক্তাগাছা। এছাড়া সনাকের সহ-সভাপতি কাজী মনিরা তরফদার, সাংবাদিক হেলাল উদ্দিন নয়নসহ সনাক ও দুপ্রকের সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট সদস্যগণ উপস্থিত ছিলেন।