বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি: আজ মুক্তাগাছা উপজেলায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় উপজেলা সমাজসেবা অফিস ও PCC(IECWD) প্রকল্প এর যৌথ আয়োজনে অদ্য ৩ ডিসেম্বর সকাল ১০.৪০ মি: ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ’’ প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এস.ডি.জি. অর্জন’’ এ বিষয়কে সামনে রেখে প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী মুক্তাগাছা আরকে স্কুল খেলার মাঠ হতে আরম্ভ হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে র্যালী সমাপ্ত হয়। র্যালী শুরুতে স্বাগত বক্তব্য রাখেন PCC(IECWD) প্রকল্প ব্যবস্থাপক জনাব বাসর দাংগ। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র্যালী উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব একেএম লুৎফর রহমান। র্যালী শেষে মুক্তাগাছা উপজেলা প্রঙ্গণে প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি ও PCC(IECWD) প্রকল্পের প্রকল্প ব্যস্থাপক জনাব বাসর দাংগ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও এস.ডি.জি. অর্জনের লক্ষে প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আরব আলী এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব একেএম লুৎফর রহমান। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভ‚মি), উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো: জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা সমবায় অফিসার এবং অন্যান্য সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্ধ। আলোচনা অনুষ্ঠানের পর ১৭ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে ২টি হুইল চেয়ার, ২টি কৃত্তিম পা, ২টি শ্রবণ যন্ত্র, ১টি ষ্টেন্ডিং ফ্রেম, ৪টি উপযোগী চশমা, ৪টি এএফও, ১ জোড়া ক্র্যাচ সহ ১টি হ্যান্ড স্লাপ PCC(IECWD) প্রকল্প হতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্ধের মাধ্যমে শিশুদের মাঝে বিতরণ করা হয়। উপকরণ বিতরণের পর সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু, তাদের অভিভাবক, কমিউনিটি লিডার এবং বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্ধ ও সাংবাধিকসহ মোট ২৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।