বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
আজ মুক্তাগাছায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের হালনাগাদ নিশ্চিত করার প্রতি প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব একেএম লুৎফর রহমান। বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাকে জনগণের নিকট জবাবদিহি করতে শক্তিশালী এ আইনটির যথাযথ বাস্তবায়ন অতীব জরুরী বলেও তিনি মন্তব্য করেছেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছার যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উদযাপন করা হয়।
এ দিবসটিকে কেন্দ্র করে সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা উপজেলাধীন সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল আপডেট এর ফলোআপ পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনে মুক্তাগাছা উপজেলাধীন দপ্তরসমূহের ওয়েব পোর্টালে ৭টি বিষয়ের অর্থাৎ নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও)/তথ্য প্রদানকারী কর্মকর্তা সংক্রান্ত তথ্য ও যোগাযোগ এর হালনাগাদ চিত্র তুলে ধরা হয়। ৩৪টি ওয়েব পোর্টাল যাচাই করে ৯টি পোর্টালে শতভাগ অর্থাৎ ৭টি বিষয়ের মধ্যে ৭টিতে, ৯টি পোর্টালে ৮৫% অর্থাৎ ৭টি বিষয়ের মধ্যে ৬টিতে, ৯টি পোর্টালে ৭১% অর্থাৎ ৭টি বিষয়ের মধ্যে ৫টিতে, ৪ টি পোর্টালে ৫৭% অর্থাৎ ৭টি বিষয়ের মধ্যে ৪টিতে এবং ৩টি পোর্টালে ৪২% অর্থাৎ ৭টি বিষয়ের মধ্যে ৩টিতে এবং অবশিষ্ট ১ টি পোর্টালে ০% অর্থাৎ ৭টি বিষয়ের মধ্যে ০টিতে তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও)/ তথ্য প্রদানকারী কর্মকর্তা সম্পর্কিত তথ্য পাওয়া গেছে ৩৪টির মধ্যে ১০টি (৩০%) পোর্টালে। নোটিশ বোর্ড এর তথ্য ২৭ টি (৮০%), খবর এর তথ্য ২৫টি (৭৪%), অফিস প্রধানের তথ্য ৩০টি (৮৯%), কর্মকর্তা/কর্মচারীর তথ্য ৩৩টি (৯৮%), সেবা সংক্রান্ত তথ্য ২৮টি (৮৩%), যোগাযোগ সংক্রান্ত তথ্য ৩১টি (৯১%) পোর্টালে তথ্য পাওয়া গেছে। তবে কোনো কোনো পোর্টালে কর্মকর্তাদের তথ্য থাকলেও কর্মচারীদের তথ্য নেই। যেমন- মুক্তাগাছা থানা। মুক্তাগাছা থানার ওয়েব পোর্টালে পূর্বের কর্মকর্তাদের তথ্যাদি বিদ্যমান রয়েছে। আবার কয়েকটি ক্ষেত্রে কর্মচারীদের তথ্য থাকলেও কর্মকর্তাদের তথ্য নেই। যেমন- সাব-রেজিস্টার অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা বিটিসিএল অফিস।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব একেএম লুৎফর রহমান জানান, ওয়েব পোর্টাল আপডেট করার জন্য ইতোমধ্যে অফিস আদেশসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব আব্দুল হাই আকন্দ, ভাইস চেয়ারম্যান জনাব মো: আরব আলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।