মুক্তাগাছায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালিত
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণের মধ্য দিয়ে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালিত হয়। 'Green Skills for Youth: Towards a Sustainable World' এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আক্তার হোসাইন এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। স্থানীয় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা উপজেলা শাখার এরিয়া ম্যানেজার দেলুয়ার শিরন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশের মেধাবী ও শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ ক্ষুধামুক্ত,দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, চলমান বৈশ্বিক জলবায়ুর বিপর্যয় রোধে নিরাপদ সবুজ বেষ্টনী গড়ে তোলার মাধ্যমে কার্বনমুক্ত অক্সিজেন নিশ্চিতকরণে বিশ্ব যুবক-যুবাদের সমন্বিত উদ্যোগ ই যথেষ্ট। সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, চলতি অর্থ বছরে স্থানীয় পর্যায়ে ৪২০জন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এর ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্ত দুইজন যুবক-যুবতীর প্রত্যেককে ২০ হাজার টাকা মূল্যের চেক ও রেজিস্ট্রেশনকৃত সংগঠন কে সনদ বিতরণ করা হয়। এর আগে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ উল্লেখযোগ্য সংখ্যক যুবক-যুবতী ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। দেশে বিরাজমান শিক্ষিত ও উচ্চশিক্ষিত মেধাবী যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতায় কর্মসংস্থানের সৃষ্টি করলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সামাজিক অসঙ্গতি নিরসন ও অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে দাঁড় করানো সম্ভব বলে অভিজ্ঞ মহলের ধারণা।