মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা থানা শহরের উপকন্ঠ ভাবকীর মোড় এলাকা থেকে মোঃ মতিউর রহমান মতি (২০), পিতামৃত মজিবর রহমান, গ্রাম- পারুলীতলা ও মোঃ আশরাফুল ইসলাম (২২), পিতাঃ মোঃ রফিকুল ইসলাম (জামাল), গ্রামঃ শৈলচাপড়া, উভয় থানা- মুক্তাগাছা ময়মনসিংহ নামে আন্তঃজেলা মটর বাইক চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। গতকাল বিকাল ৪ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্মিত সহযোগিতায় গ্রেফতারকৃত আসামিসহ YAMAHA (Verson-2) R-15 (ইয়ামাহা, ভার্সন-২ আর-১৫) আটক করতে সক্ষম হয়। এভাবে ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মটর বাইকটি তারা ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে চুরি করে এনে ঘটনাস্থলে বিক্রয়ের জন্য অবস্থান করতেছিলো। তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানা এলাকার চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধ নির্মূলে ঘোষিত 'জিরো ট্রলারেন্স' বাস্তবায়নে আমিসহ অফিসার্স ও সঙ্গীয় ফোর্স তথা মুক্তাগাছা পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় চোরাই মটর বাইকটি জব্দ তালিকামূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং- ২৪(৮)২৩, ধারা-৪১৩ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এদিকে আজ ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকার দুল্লা ইউপির বকচর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর হতে মোঃ লুৎফর রহমান (৪০), মোঃ মনজুরুল হক (৩২), মোঃ আব্দুল মজিদকে মুক্তাগাছা থানা পুলিশ গ্রেফতার করলেও অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ও পলাতক জুয়ারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়।