মুক্তাগাছায় আনন্দঘন পরিবেশে, আদিবাসী দিবস পালন সম্পন্ন।।
মোঃ সায়েদুজ্জামান ময়মনসিংহ প্রতিনিধি
মনসিংহ জেলার, মুক্তাগাছা উপজেলাধীন, মলাজানী আদিবাসী কমিউনিটি সেন্টারে, আন্তর্জাতিক আদিবাসী দিবস 2023 পালিত হয়েছে। দিবসটি স্থানীয় সংগঠন গ্রাম উন্নয়ন সংস্থা, গ্রাউসের উদ্যোগে এবং এ, এল, আর, ডি, এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গ্রাউসের নির্বাহী পরিচালক, জনাব মোঃ সাইয়েদুজ্জামান খোকন। সভাপতিত্ব করেন আশার আলো জনসমবায় দলের সভানেত্রী শুভ্রা রুগা। শুরুতেই, প্রয়াত আদিবাসী নেতা বিশ্বরাজ সাংমার সৃতি স্বরণ করে একমিনিট নিরবতা পালন করা হয়। প্রায় বক্তার বক্তব্যেই, আদিবাসীদের বিভিন্ন ভূমি সংক্রান্ত, জটিলতা গুলো উঠে আসে, উপস্থিত বক্তারা বলেন, মুক্তাগাছার আদিবাসীদের প্রচুর ভূমি সংক্রান জটিলতা রয়েছে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এএলআরডি, বাংলাদেশের একমাত্র ল্যান্ড নিয়ে কাজ করা স্বচ্ছ প্রতিষ্ঠান, সবাই ভূমি বিষয়ক সকল সহযোগিতা গ্রহন করতে পারেন। অনুষ্ঠান শেষে আদিবাসীদের নিত্য পরিবেশনার মাধ্যমে দিবসটির কার্যক্রম শেষ করা হয়েছে।