পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা চেয়ারম্যানের অনুসারী বলে দাবি করেছে এলাকার সাধারণ জনগণ।
সোমবার (১৪ আগষ্ট) রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে আটক করা হয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। পরে নাশকতা মামলায় আটক দেখানো হয় তাদের।
আটককৃতরা হলেন, মালিগাছা ইউনিয়নের মজিদপুরের ফুরকান সরদারের সন্তান জামায়াত নেতা বাচ্চু সরদার, আবুল ইসলামের সন্তান জামায়াত নেতা আজম আলী,জামায়াত কর্মী বাইতুল, জহরুল সরদার, মান্নান সরদার এবং আব্দুল কাদের ওরফে হ্যাঁবল।
অনুসন্ধান করে জানা যায়, জামায়াত ইসলামের আটককৃতরা নেতাকর্মীরা মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী মুন্তাজ চেয়ারম্যানের অনুসারী। ইউপি চেয়ারম্যান মুন্তাজের সাথে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে তাদের দেখা যায়। ইউপি চেয়ারম্যানের সাথে আটককৃত নেতাকর্মীর সখ্যতা রয়েছে।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী মুন্তাজ জানান, তাদের সাথে আমার কোন সম্পর্কই নেই। কতিপয় কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার এসব গুজব রটিয়েছে।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।