মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় অজ্ঞাতনামা চুরি মামলা রুজুর দুই ঘন্টার মধ্যে অত্র থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ও ফোর্স সমন্বয়ে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ০৬ টি মোবাইলের মধ্যে ০১ টি চোরাই মোবাইল উদ্ধারসহ আসামী পারভেজ মিয়া(২০), পিতা- আনিছ মিয়া, গ্রাম-রাজগাতী, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয় নান্দাইল মডেল থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক অত্র থানা এলাকায় বিদ্যমান চুরি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ, জঙ্গী তৎপরতা , সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জুয়াসহ সামাজিক অসঙ্গতি নিরসনে পূর্ব ঘোষিত জিরো টলারেন্স বাস্তবতায়নে আমি সহ নান্দাইল পুলিশ প্রশাসন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তিনি আরো বলেন, অত্র থানার আইন-শৃঙ্খলা, জানমালের নিরাপত্তা, সার্বিক শান্তি বজায় রাখার স্বার্থে জনসম্পৃক্ততা গুরুত্ব বহন করে।