মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকার সত্রাশিয়া বাজার হতে অস্বাভাবিকভাবে অটোভ্যান গাড়ি চালানো কালে চোরসহ অটোভ্যান গাড়ি উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। সূত্র জানায়, আজ অটোভ্যান গাড়ি চালক মোঃ মোসলেম উদ্দিন (৫৫), পিতা-হযরত আলী, গ্রাম- সত্রাশিয়া (সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর বিপরীত পাশে), থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ সকালে ভ্যান গাড়ি চালানোর জন্য বাহির হয়ে যায় এবং বেলা ০২:০০ ঘটিকার সময় নিজ বাড়িতে ভাত খাওয়ার জন্য এসে তার অটোভ্যান গাড়িটি বসত-বাটির পিছনে রেখে বাড়ীতে যায়। আনুমানিক এক ঘন্টা পর বাড়ি হতে বের হয়ে ভ্যান গাড়িটি না পেয়ে তাৎক্ষনিক সে লোক জনদের ডাক দিয়ে আশে পাশে খোঁজা-খুঁজির এক পর্যায়ে না পেয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অতঃপর ওসি মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন এবং সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে চোরসহ আটোভ্যান গাড়ি উদ্ধারে সক্ষম হন। মুক্তাগাছা থানার মামলা নং-৫, ধারা- ৩৭৯ মতে আসামী- জনৈক শাহাদৎ (২০), পিতা- রফিজ, গ্রাম- বাঁশাটি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামী স্বীকার করে সে অটোভ্যান গাড়িটি সত্রাশিয়া হতে চুরি করেছে। উদ্ধারকৃত অটোভ্যান গাড়িটি জব্দ করে আসামীসহ থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক অত্র থানা এলাকার চুরি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ, জঙ্গী তৎপরতা , সন্ত্রাসী কর্মকাণ্ড , চাঁদাবাজি, জুয়াসহ সামাজিক অসঙ্গতি নিরসনে পূর্ব ঘোষিত জিরো টলারেন্স বাস্তবতায়নে আমি সহ মুক্তাগাছা পুলিশ প্রশাসন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।