আলাল উদ্দিন, পাবনাঃ
পাবনা থানাধীন শালগাড়ীয়া মৌজাস্হ ভদ্রকালিবাড়ি পার্শ্বে জমি গণ পরস্পর যোগসাজশে সম্পত্তি দখল কারার পায়তারা করিলে তোফাজ্জল বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত পাবনায় মোকদ্দমা নং-২৯৫/২০২২। ৬ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন ।
এ ব্যাপারে তোফাজ্জল হোসেন বলেন, বর্তমান মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলা দায়ের করার পর উল্লিখিত আসামিগণ আমাকে উক্ত মামলা আদালত থেকে তুলে নিয়ে নিষ্পত্তি করার জন্য চাপ প্রয়োগ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে থাকে। ২ তারিখ বেলা ২ টার সময় বাদী তোফাজ্জল হোসেন ও বিম্ন বর্ণত সাক্ষীগণ মামলার হাজিরা দিয়ে আদালত থেকে নিজ বাড়িতে ফেরার সময় পাবনা জজ কোর্ট উকিল বারের সামনে পাকা রাস্তার উপর পৌছানো মাত্র উল্লেখিত আসামী নজরুল ইসলাম ও মোঃ মিরাজুল সহ অজ্ঞতা নামা ১০-১২ জন আসামি হতে ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে উক্ত স্থানে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পূর্বের ন্যায় উক্ত মামলার বিজ্ঞ আদালতে হাজির হইয়া মামলা নিষ্পত্তির জন্য চাপ প্রয়োগ করে । বাদি রাজি না হলে এক নাম্বার আসামি নজরুল ইসলাম হুকুম দিয়ে মামলার ৬ নাং আসামি মিরাজুলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় দখল করে এবং হত্যার চেষ্টা করে । এবং জোরপূর্বক পাবনা থানাধীন মন্ডলপাড়া বউবাজার বটতলায় এলাকায় তুলে নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে তোফাজ্জল আরো জানান সেখানে আমাকে অনেক মারধর করে, এবং মামলা উঠে নেওয়ার জন্য ৩ টি নন- জুডিসিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক আমার সহি স্বাক্ষর করায়। এবং হুমকি প্রদান করে এ বিষয়ে যদি কাউকে বলাবলি করি তাহলে আমি এবং আমার পরিবারের সদস্যদের কে খুন করবে। এরপর আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, বর্তমানে আমি আতঙ্কের মধ্যে দিন পার করছি । উল্লেখিত আসামিদের দ্বারা যে কোন সময় আমি এবং আমার পরিবারের সদস্যদের জার্নালের ক্ষতি হতে পারে ।
বাদী তোফাজ্জল হোসেন, ঘটনাটি সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান