মোঃ তোফায়েল আহমেদ কুমিল্লা প্রতিনিধি।
তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মাদক ব্যবসা গৌরিপুর বাজারে চাঁদাবাজী নারীদের দিয়ে প্রবাসীদের ফিটিং দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, জমি দখল
সহ বহু অপকর্মের মূল হোতা ছিলেন জামাল ও কামাল দুই ভাই,
আর এই দুই ভাই ও তাদের বাহিনীর অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রচার করেন জিয়ারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাংবাদিক অলি হাসান।
সেই থেকেই অলি হাসানের উপর ক্ষিপ্ত ছিল জামাল, কামাল ও তাদের বাহিনীর লোকজন, তারি পরিপ্রেক্ষিতে সাংবাদিক অলি হাসানের পরিবারের লোকজনের উপর দুই দফায় হামলা মারধর করে জামাল কামাল ও তাদের বাহিনীর লোকজন।
তাছারা সাংবাদিক অলি হাসানের উপর ৪ বার হামলা করে জামাল কামাল এর বাহিনি,
প্রথম হামলা করে বাতাকান্দিতে
তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার এর অফিসে,
তিতাস থানা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান এর হস্তক্ষেপ বেচে যায় সাংবাদিক অলি হাসান।
দ্বিতীয় হামলা করে দাউদকান্দি উপজেলার জেলা পরিষদ নির্বাচনের দিন হামলার জন্য ঘেরাও করে সেখানে উপস্থিত রাজনৈতিক নেতা কর্মীদের কারনে বেচে যায় সাংবাদিক অলি হাসান।
সতৃতীয়বার হামলা করে গৌরিপুর পুরাতন মাছ বাজারের সামনে।
চতুর্থ বার হামলা করে গৌরিপুর নতুন মাছ বাজার সংলগ্ন পাসের গলিতে,
সেই জন্য সাংবাদিক অলি হাসান ঢাকায় আচলে যায়,
আর সেখান থেকে দুবাই চলে যায় দীর্ঘ ৩মাস প্রবাসে থাকার পরে পরিবারের সাথে ঈদ করার উদ্দেশ্যে গত ১৯ তারিখ এয়ার আারাবিয়া একটি ফ্লাইটে করে দেশে আসে
রিটান টিকিট ছিল ৩০ তারিখ ৮টা ৫৫তে।
ঈদের ছুটি শেষ যথারীতি ৩ঘটা আগে এয়ারপোর্টে চলে যান অলি হাসান ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে বিমানে উঠার জন্য অপেক্ষা করছিলেন।
ঠিক তখনই ফেইসবুকের মাধ্যমে জানতে পারেন জিয়ারকান্দির কথিত যুবলীগ নেতা মাদক সম্রাট জমাল খুন হয়েছে,
তারপর অলি হাসান প্রবাসে চলে যায়
ঘটনার ২দিন পর যানতে পারে অলি হাসান কে আসামী করে মামলা করা হয়েছে।
প্রবাস থেকে অলি হাসান এক ভিডিও বার্তায় বলেন আমাকে এই মামলা আসামী করার মূল কারন হলো তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রচারের কারনে
আমাকে হয়রানি করার জন্য মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে,
জামাল কামালের সাথে আমার জগরা ছিলো সত্য কিন্তুু তাকে খুন করতে হবে এমন জগরা ছিলোনা
আমি এই মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ যানাই
প্রশাসনের কাছে আমি বিনিত অনুরোধ করছি আমাকে যেন এই মিথ্যা বানোয়াট মামলা
থেকে অব্যাহতি দেওয়া হয়।।