নিজস্ব প্রতিবেদক:
সাভারে কর্মরত সাংবাদিক মো:সোহেল মিয়া(৩৮)কে জীবন নাশের হুমকি, সাংবাদিক মো:সোহেল রানা বাদী হয়ে সাভার থানায় দায়েরকৃত অভিযোগ সূএে আরো জানা যায় যে বিবাদী ১/ নিমূল দাস হাফ ডজন মাদক মামলার আসামী সে দীর্ঘদিন যাবৎ সাভারের ঝষিপাড়া এলাকায় প্রক্যশে মাদক ব্যবসাকরে আসছে এবং বিবাদী ২/ আবুল কালাম আজাদ ওরফে বিপ্লব টিভি ন মোবাইল মেকানিক) সাংবাদিকগম সোহেল মিয়া ওই স্থানে মাদক কারবারীদের ছবি মোবাইল ফোনে ধারণ করলে তাকে বিবাদী ১,২ সহ তাদের পালিত গুন্ডা বাহনী অজ্ঞাত ৬/৭জন তার আক্রমন করে এবং তাকে জীবন নাশের হুমকী প্রদান করে,তিনি এখন চরম নিরাপত্তাহীন জানিয়েছেন,০১৭২৬১৪৪৪১৬ মোবাইল নাম্বার হইতে তাকে কল করে পূর্বের ন্যায় হুমকী আছে বলে প্রদান করে আসছে