পাবনা প্রতিনিধিঃ
মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে কাশিনাথপুর। ইউনিয়নের প্রায় সকল এলাকায়ই এখন পাওয়া যায় চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। মাদকের এই সহজলভ্যতার কারনে তরুন, কিশোর ও যুবসম্প্রদায় ডুবে যাচ্ছে নেশার মায়াজালে। মাদকের অর্থ যোগাড় করতে তারা সংগঠিত করছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরণের অপরাধ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবার,সমাজ ও রাষ্ট্র।
সহজলভ্য জামিন ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে বেপরোয়া এসকল মাদক ব্যবসায়ী। কাশিনাথপুর এলাকার সচেতন মহলের দাবি কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের নাকের ডগায় বসে মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছে এসকল ব্যবসায়ীরা। অনেক মাদক ব্যবসায়ীর আবার রয়েছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এমনটাই উঠে এসেছে অনুসন্ধানে। কাশিনাথপুর থেকে মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করে এলাকাকে মাদক মুক্ত করতে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার মো : আ: আহাদ এর হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
অনুসন্ধানে দেখা যায়,কাশিনাথপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত মরিচপুর দক্ষিনপাড়ায় (হাসপাতাল সংলগ্ন) চিহ্নিত কোন মাদক ব্যবসায়ী না থাকলেও সন্ধার পর সরকারি হাসপাতালের পাশের স্যানেটারি কারখানা ও গোডাউনের আশেপাশে ঝাকে ঝাকে বসে রমরমা গাঁজার আসর। তবে মরিচপুরান উত্তরপাড়া ( ক্যানালের উত্তর দিকে) কিছু গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী নির্বিঘ্নে মাদক সরবরাহ করে আসছে।এছাড়াও মরিচপুরান -মাষ্টিয়া রেল সড়ক, বাবুপাড়া কবরস্থান এলাকা, বাবুপাড়া রেল সড়ক, মশুরিয়া এলাকায় কিছু ছোট ছোট মাদক ব্যবসায়ী বিদ্যমান। কাশিনাথপুর ইউনিয়নের সাটিয়াকোলা, বরাট এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসায়ীরা এলাকাভিত্তিক মাদক সরবরাহ করলেও করিয়াল বেঙ্গল মিট সংলগ্ন মহুয়া গ্যাস পাম্প এলাকায় চলে প্রকাশ্যে গাঁজার আদান প্রদান। ইউনিয়নের শহিদনগর, আতোকশোভা, মুচিদহ এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় শতশত পিচ ইয়াবা যার সাথে রয়েছে একজন জনপ্রতিনিধির প্রত্যক্ষ যোগসাজশ। কলাগাছি,হুইখালী, মানপুর,কল্যানপুর, মেহেদীনগর,কাবারিকোলা এলাকায় গাঁজা ব্যবসায়ীদের উপদ্রবের সাথে চব্বিশ মাইল এলাকায় রয়েছে ইয়াবার রমরমা কারবার। এদ্রাকপুর, গোপালপুর ও ছাতক বরাট এলাকায় সাম্প্রতিক সময়ে আস্তানা গেড়েছে ফেন্সিডিল বিক্রয়কারী চক্র। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গোপালপুর পূর্বপাড়া এলাকায় চলে অত্র এলাকার বহিরাগত মাদক রাঘব বেয়ালদের আনাগেনা ও জমজমাট আড্ডা। ভয়ে নিশ্চুপ এলাকায় জনসাধারণ।
তবে মাদকের সবচেয়ে ভয়াবহ অবস্থা কাশিনাথপুর ইউনিয়নের পশ্চিমপাড়া ( শকুনে পাড়া) গ্রামে। যেখানে হাত বাড়ালেই মেলে গাঁজা,ইয়াবা,হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। তথ্য রয়েছে এখান থেকে মাদকের চালান সাঁথিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে আদান প্রদানের।
অনতিবিলম্বে এই সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় না আনতে পারলে যুবসমাজের চুড়ান্ত অবক্ষয়ের সম্ভাবনা দেখছেন এলাকার বিজ্ঞ সম্প্রদায়।
নাম প্রকাশ না করার শর্তে সুশীল সমাজের একজন প্রতিনিধি বলেন, এলাকার যুবসম্প্রদায় কে ধ্বংস করে দিচ্ছে মাদক। কারা মাদক বিক্রয় ও সরবরাহের সাথে জড়িত পুলিশের না জানার কথা নয়। পুলিশ ইচ্ছে করলেই মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পারে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাদকের সাথে আমার কোন যোগসাজশ নেই। ইনশাল্লাহ মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
মাদক ব্যবসায়ীদে কর্মকান্ড ও তাদের মদদ দাতাদের পরিচয় থাকবে ধারাবাহিক প্রতিবেদনের পরের পর্বে----