মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার: এমপি সালাম মূর্শেদী
মোল্লা জাহাঙ্গীর আলম_ খুলনা //
খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা।মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।জাতির পিতার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।দেশের স্বাধীনতার জন্য তিনি জাতির পিতার সঙ্গে একই স্বপ্ন দেখতেন। এ দেশের মানুষ সুন্দর জীবন পাক, ভালভাবে বাঁচুক এই প্রত্যাশা নিয়েই তিনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছিলেন সজাগ এবং দূরদর্শী। তাইতো একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়- স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের মহান সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গৃহবন্দী থেকে এবং পাকিস্তানে কারাবন্দী স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন।তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ, সহযোগিতা ও বিচক্ষণতার কারণে জাতি তাকে যথার্থই ‘বঙ্গমাতা’ উপাধিতে ভূষিত করেছে।বঙ্গমাতার যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বাঙালির স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারবে প্রত্যাশা করে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করেন।
এমপি আব্দুস সালাম মূর্শেদী আয়োজনে খুলনাস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।জেলা আওয়ামীলীগে সদস্য ফ ম আ:সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু।জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা সরদার ফেরদৌস আহমেদ, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, সরদার মিজানুর রহমান, কৃষকলীগের আঃ মান্নান শেখ, বাছিতুল হাবিব প্রিন্স, স্বেচ্ছাসেবক লীগের রাজিব দাস, দেলোয়ার হোসেন, আরমান মিয়া ,প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান মিঠু,জেলা মহিলা লীগের রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক আজীজা সুলতানা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি,সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,উপজেলা যুবলীগের সদস্য শামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইন উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মোঃ ফরিদ শেখ, মামুন শেখ, নাজির শেখ,ফরিদ আহমেদ, শেখ আসাদুজ্জামান, লেলিন শেখ,কামরুল ইসলাম,ইউপি সদস্য রাবেয়া বেগম, ফকির সাইফুল ইসলাম, মাসুম সরদার,ইউনিয়ন যুবলীগের সভাপতি জামিল মোরশেদ মাসুম, তারেক আজিজ,রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, কেএম তহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: ইমলাক মল্লিক, গফফার মল্লিক, নাজিম মোড়ল,সরদার নুর ইসলাম, আ: জব্বার, যুবলীগের হারুন মোল্লা, আশিষ রায়, সরদার জসিম উদ্দিন, খলিলুর রহমান, এহতেশামুল হক অপু, ছাত্রলীগের শেখ রিয়াজ, শেখ রাসেল, নোমান,জুয়েল সরদার,সাব্বির হোসেন, আকাশ ঢালীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক মো: অহিদুজ্জামান।