এস এম শামীম হাসান নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বিশেষ অভিযান পরিচালনায় সাজাপ্রাপ্ত ১ জন,মাদক মামলায় ৫ জন ও ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয় ভদ্র পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোজাফফর হোসেন থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলো,১।বাশবাড়িয়া গ্রামের আঃলতিফ এর ছেলে আয়েন উদ্দিন ২।মহাদেবপুর গ্রামের বাবুলের ছেলে রুবেল ৩।রামচরনপুর গ্রামের সুশীল চন্দ্রের ছেলে পরিমল চন্দ্র ৪।রামচরনপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে অসিত কুমার ৫।রামচরনপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে রিপন কুমার ৬।রামচরনপুর গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র ৭।ফাজিলপুর গ্রামের মেহেরুল মন্ডলের ছেলে ইমরুল কায়েস ৮।খোর্দনারায়নপুর গ্রামের অরুণ ঋষির ছেলে রঘুনাথ ঋষি ৯।চান্দা আলিপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে সাগর হোসেন ১০।নৈখটি গ্রামের আবুল কাশেমের ছেলে হারুন অর রশিদ ১১।রাইগাঁ গ্রামের কফিলউদ্দিনের ছেলে আবুল কাশেম ১২।কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন ১৩।দুলাল পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আতোয়ার হোসেন ১৪।রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান,অভিযানে আটককৃত আসামিদের দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।