মো: সানাউল্লাহ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ): গতকাল ময়মনসিংহ-ফুলবাড়ীয়া রোডে দশমাইল বাজারের কাছে হোম গুটি খেলার স্থান সংলগ্ন দুপুর ২ টায় সিএনজি এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আজিমুদ্দিন খান (২৬) নিহত হয় ও কয়েকজন গুরুতর আহত হয়েছে। জানা গেছে, মোটরসাইকেল আরোহী ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়ার খান বাড়ির মিজান খান এর ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, মোটরসাইকেল তার নির্দিষ্ট গতির মধ্যেই চলাচল করছিলো। অন্যদিক থেকে আসা সিএনজি’র গতি ছিলো বেপোরোয়া। স্থানীয়রা বলেন, মোটরসাইকেল আরোহীর কোন দোষ ছিলো না, সিএনজি চালকের অতিরিক্ত গতি এবং ভুলের কারণেই এমন দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।