ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ সাইয়েদুজ্জামান খোকন
বেলা, এএলআরডি ও পানি অধিকার ফোরাম এর যৌথ আয়োজনে, বিভাগীয় নদী বিষয়ক এক কর্মশালা ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার, গ্রীন পয়েন্ট পার্টি এন্ড ট্রেনিং সেন্টার, কাচিঝুলি, ময়মনসিংহে সম্পন্ন হয়েছে। বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় ও এএলআরডি’র নির্বাহী পরিচালক শামছুল হুদার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মযমনসিংহের স্থানীয় সরকার বিভাগের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মণ, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের, নির্বাহী প্রকৌশলী, মোঃ আখলাকুউল জামিল, ময়মনসিংহ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুল ইসলাম ফকির। এছাড়াও বক্তব্য প্রদান করেন বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, কিশোরগঞ্জ জেলার ওয়েপ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, ময়মনসিংহ জেলার প্রগতি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম রাসেল, এসপিকে জামালপুরের নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক, গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউসের নির্বাহী পরিচালক মোঃ সাইয়েদুজ্জামান, বাজিতপুরের রেক বাংলাদেশের নির্বাহী পরিচালক, মোঃ ইবাদুর রহমান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন, বেলার টাঙ্গাইল বিভাগের সমন্বয়কারী, গৌতম চন্দ্র ঘোষ, এএলআরডির প্রশিক্ষণ কর্মকর্তা, আজিম হায়দার । কর্মশালায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলসহ ০৬টি জেলা থেকে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নদী গবেষক ও নদী নিয়ে কাজ করে এমন সমাজের বিভিন্ন স্তরের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, দূষণ থেকে নদী রক্ষা, প্লাষ্টিক বর্জের ব্যবহার বন্ধকরণ এবং নদীতে ফেলা নিষিদ্ধকরণ, পৌর ময়লা আবর্জনা নদীতে না ফেলা ও নদীকে বাচিয়ে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।