নিজস্ব প্রতিবেদকঃ এস.এম সাদিকুল ইসলাম
ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর শাখা কর্তৃক আয়োজিত নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গেলো মঙ্গলবার সকাল-১১ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন অডিটোরিয়াম হল রুমে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশ্রাফ হোসাইন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে
নিরাপদ অভিবাসন দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় বিষয়ক আলোচনা করেন, ময়মনসিংহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক অমিত সরকার, জনশক্তি জরিপ কর্মকর্তা মোঃ সোহেল আহমেদ, প্রবাসী কল্যাণ ব্যাংক ময়মনসিংহ শাখা ম্যানেজার মোঃ আবু তাহের প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রধান সহকারী
মোঃ আনোয়ার হোসেন, প্রশিক্ষক মোঃ জহিরুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষণার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।