মধুমাস
কলমে : চন্দনা রাণী
আমজাম আর কাঁঠাললিচু
পাঁকে মধুমাসে,
সুমধুর সুগন্ধ যে তার
হাওয়ায় ভেসে আসে।
মধুমাস চেনে সকলে,
কত ফল ফলাদি পাঁকে
কাঁঠাল জাতীয় ফল
শিশুরা ছবি আঁকে।
আম খেলে তৃপ্তি আসে
লিচু খেতে বড়ই স্বাদ
কাঁঠাল খেলে বুদ্ধি বাড়ে
ঘুরতে যাবো রাজপ্রাসাদ।
ফলের রাজা মধুমাস
আনন্দে খাওয়ার মাস
খাবো দাবো করবো মজা
ইচ্ছে না'য়ে আমরা রাজা