মতলবে সমাজ সেবা কর্তৃক ঋণ গ্রহীতাদের মাঝে অর্থ বিতরণ
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলা সমাজ সেবা কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ১৪ টি স্কীমের ঋণ গ্রহীতাদের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার ৫ শ টাকা বিতরণ করা হয়েছে |
মঙ্গলবার ১৮ ই এপ্রিল ঋণ বিতরণের এই অর্থ বিতরণ করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেনু দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন | এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের সমাজকর্মী ও মাতৃকেন্দ্রের সম্পাদিকা গণ উপস্থিত ছিলেন | সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ টি স্কীমের পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি ) খাতে উপজেলার পদুয়া মাতৃকেন্দ্রে ০৬ টি স্কীমের বিপরীতে ১লক্ষ ৮০ হাজার টাকা , নারায়নপুর মাতৃকেন্দ্রে ০৫ টি স্কীমের বিপরীতে ২লক্ষ ৫ হাজার টাকা এবং নাউজান মাতৃকেন্দ্রে ০৩ টি স্কীমের বিপরীতে ৯৫ হাজার টাকা বিনিয়োগ ও পুনঃবিনিয়োগ করা হয়েছে ।
সর্বমোট ১৪টি স্বীমে (০৫টি বিনিয়োগ+০৯ টি পুনঃবিয়োগ) টি স্কীমের বিপরীতে ৪ লক্ষ ,৭৫ হাজার ,৫ শ টাকা বিতরণ করা হয় | এর মধ্যে ২ লক্ষ ৫ হাজার টাকা বিনিয়োগ ও ২ লক্ষ ৭০ হাজার ৫ শ টাকা পূর্ণ বিনিয়োগ করা হয়েছে