ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিজানে ৭ হাজার টাকা জরিমানা।
সাব্বির আহমেদ জয়,
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।
বালিয়াডাঙ্গীতে মেয়াদ উর্ত্তীণ কীটনাশক বিক্রি করায় ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১২ই এপ্রিল রোজ বুধবার বিকাল ৫.০০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বালিয়াডাঙ্গী বাজারে এ অভিজান চালানো হয়। এসময় মেসার্স কবীর এন্টারপ্রাইজে বিপুল পরিমাণে মেয়াদ উর্ত্তীণ কীটনাশক পাওয়া যায়।
সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমার সংবাদ প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ জয়কে বলেন, মেসার্স কবীর এন্টারপ্রাইজে মেয়াদ উর্ত্তীণ কীটনাশক পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ নং ধারা অনুযায়ী, "মেয়াদ উর্ত্তীণ কোনো পণ্য বা ঔষধ বিক্রয় করিবার দন্ড।- কোনো ব্যক্তি মেয়াদ উর্ত্তীণ কোনো পণ্য বা ঔষধ বিক্রয় করিলে বা করিতে প্রস্তাব করিলে তিনি অনূর্ধ্ব তিন বৎসর কারাদণ্ড বা অনবিক পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।" এই ধারা অনুযায়ী মেসার্স কবীর এন্টারপ্রাইজ এর মালিকের দিকে ক্ষমার দৃষ্টিতে দেখে ৭ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অভিজান পরিচালনা করতে বালিয়াডাঙ্গী পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা সাহায্য-সহযোগিতা করেন।