*ভুল মানব*
লেখা (এম ওমর ফারুক)
একদা গোধুলিতে
দাঁড়িয়ে একা মহিসোপানের তটে।
তরংগ গণনার ছলে অজান্তেই ফিরেছিলাম অতিত’ও স্মৃতিতে।
পাশে নেই বলে তুমি,
দূরের রবির একাকিত্ম দেখে সবই ভুলেছিলাম আমি।
আপন খেয়ালে ঊষা ছড়িয়ে উদীত হয় প্রভাতে,
উত্তাপ ছড়ায় সর্বত্র, আলোকিত করে অপরকে,
গোধূলিতে গুটিয়ে নেয় নিজেকে।
হও রবিরও মতো,
উত্তাপ ও আলো ছড়াও সর্বত্র।
পাওনি বলে কেন আজ দুমড়ে মুচড়ে যাও,
বিরহের আগুনে পুড়িয়ে নিজেকে খাটি করে নাও।
হৃদয়ের আকুতি মিশিয়ে কামনায় এনেছিলে যাকে,
হৃদয় না চিনিয়া লোভে পড়ে সে ছেড়েছে তোমাকে।
নেই ভুল তোমার তব বিন্দুসম,
লোভের কাছে হেরিছে প্রেম সিন্ধুসম
অবয়ব ছিলো তব মানবের
হৃদয় ছিলো না তার আচরণ ছিলো দানবের।