ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ মিছিল
পাবনা জেলা প্রতিনিধি: আরিফ খান (জয়)
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা । মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজের প্রধান গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাব গলির পাশে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা মিছিলে ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘হাইকমিশনে/আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
এ সময় সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইউসুফ আরফান বিপ্লব এবং আসাদুর জামান খান স্যার ও সাওন হোসেন।
সমাবেশে বক্তারা জানান, এই হিন্দুত্ববাদী দেশ ভারত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা তা রুখে দেবে।
আরও বলেন, ভারতের আগরতলায় কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে আক্রমণ করা হয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, এগুলো বন্ধ করুন, বাংলাদেশ নিয়ে বিব্রতকর কথা- বার্তা বলা বাদ দেন। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’
সমাবেশে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে।